ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ২৩, ২০২৫
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত সাগর হোসেন

যশোর: সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে যশোরের চৌগাছা উপজেলায় সাগর হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে তারিনিবাস মাঝেরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সাগর নিজ বাড়ি থেকে চৌগাছা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারিনিবাস মাঝেরপাড়ায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে সাগর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ