ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ৬২ পয়েন্ট ও লেনদেন ১০৬ কোটি টাকা কমলো ডিএসইতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ৪, ২০১৪
সূচক ৬২ পয়েন্ট ও লেনদেন ১০৬ কোটি টাকা কমলো ডিএসইতে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



আগের সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই সূচক কমেছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়ায়।

এদিন লেনদেনের শুরুতে সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক সামান্য বাড়ে। তবে পাঁচ মিনিট পরই কমতে থাকে সূচক। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩১ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১১ পয়েন্টে নেমে আসে।
 
দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৬৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়ায়।

রোববার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩২৯ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবস গত বুধবার লেনদেন হয়েছিল মোট ৪৩৬ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে ১০৬ কোটি টাকার উপরে।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, গোল্ডেন সন, বিএসসি, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক, হাইডেলবার্গ সিমেন্ট ও ইউনাইটেড এয়ারওয়েজ।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ১১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৩১ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, ০৪ মে ২০১৪/আপডেটেড ১৪৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।