ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

লেনদেনে গতি ফেরেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
লেনদেনে গতি ফেরেনি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমে গেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৭৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিবিএস, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক, অ্যাক্টিভ ফাইন, এনভয় টেক্সটাইল, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডায়িং, গোল্ডেন সন ওয়েস্টার্ন মেরিন।

লেনদেন হয়েছে মোট ৩৩১ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩৯০ কোটি ৬৪ লাখ টাকা।         

এর আগে দুপুর ১২টা ০৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৮৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৯ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ১২ হাজার ২২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৫ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

লেনদেন হয় মোট ২২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ১০ লাখ টাকা।        
 
বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫/আপডেটেড : ১৬০৯ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।