ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, অক্টোবর ১১, ২০১৮
ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ঢাকা: বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) কমিশন সভায় প্রতিষ্ঠানটির ফান্ড অনুমোদন দেয়। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ এক কোটি টাকা। বাকি নয় কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিট মূল্য হবে ১০ টাকা।
 
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজম্যান্ট। এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।