ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

২০১৮ তে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, ডিসেম্বর ২৭, ২০১৮
২০১৮ তে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

ঢাকা: বিদায়ী বছরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছে বেশি। নির্বাচনী বছরকে কেন্দ্র করে বেশি শেয়ার বিক্রির প্রবণতায় এবার গতবারের চেয়ে দুই হাজার কোটি টাকার লেনদেন কম হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই বলছে, ২০১৮ সালে বিদেশিরা চার হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কিনেছেন।

তার বিপরীতে শেয়ার বিক্রি করেছেন পাঁচ হাজার ৮৯ কোটি ৭১ লাখ টাকার। সব মিলে তাদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় নয় হাজার ৫৮৫ কোটি ৬১ লাখ দুই টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ৩২ শতাংশ।

এর আগে ২০১৭ সালে বিদেশিরা শেয়ার কিনেছিলেন ছয় হাজার ৫৭৬ কোটি ২৯ লাখ টাকার। আর এর বিপরীতে তারা শেয়ার বিক্রি করেছিলেন চার হাজার ৮৭১ কোটি ৩৪ লাখ টাকার। সব মিলে লেনদেন ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা। যা ছিল পুঁজিবাজারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, নির্বাচনী বছর উপলক্ষে ২০১৮ সালে বাজারে দেশি-বিদেশি বিনিয়োগে কিছুটা গতি মন্থর দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।