ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার আয়োজনে পাঠচক্র-কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার আয়োজনে পাঠচক্র-কুইজ প্রতিযোগিতা

ঢাকা: বই সম্পর্কিত তথ্য, চিন্তাশীল মতামত, দর্শন ও উপলব্ধি তুলে ধরতে আনন্দ মোহন কলেজ বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) আনন্দ মোহন কলেজের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নওরীন সামান্তা সৌমি। তিনি স্বাগত বক্তব্য দেন এবং জহির রায়হানের জীবনী, সাহিত্যকর্ম ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন। তিনি এ ধরনের সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ও ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।  

অনুষ্ঠানের সহ-আলোচক ও শিক্ষার্থী উপদেষ্টা গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন তার আলোচনায় ২০২৪ এ এসেও  জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘আরেক ফাল্গুন’-এর প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলেন। একাত্তরের মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আরেক ফাল্গুনের চরিত্র উক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা নিয়ে আলোকপাত করেন।  

অনিষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আহমেদ জুনাইদ তন্ময়।  

তিনি বলেন, আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের আবেগময় মুহূর্তগুলোকে চিত্রিত করেছে এবং এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছে। ভাষা আন্দোলনের মতো বাঙালি জাতির গুরুত্বপূর্ণ অধ্যায়কে পরবর্তী প্রজন্মের কাছে জহির রায়হান কতটা দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো ফুটে উঠে এ উপন্যাসে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান কীভাবে এ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে বেশ কিছু লাইন এ জুলাই আন্দোলনকে কীভাবে প্রভাবিত করেছিল তার বিভিন্ন দিক তুলে ধরেন।  

বসুন্ধরা শুভসংঘের আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা দর্শন বিভাগ অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সৌমত্ত আয়ন সুমন বলেন, পৃথিবীর মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বই পড়ার বিকল্প নেই। বই পড়া আমাদের নিজেদের চিনতে সাহায্য করে। আমাদের মধ্যকার যে শক্তির সঞ্চার জমা আছে, সেগুলো প্রস্ফুটিত করতে সাহায্য করে। শিক্ষার্থী উপদেষ্টা দর্শন বিভাগ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র নিজাম উদ্দিন সৌরভ সারা দেশব্যাপী সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতায় ২৫ জন শুভার্থী অংশগ্রহণ করেন। ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় এবং পাঁচজন বিজয়ীদের মধ্যে পাঁচটি বই উপহার হিসেবে দেওয়া হয়। প্রতিযোগিতায় নীরজনা বিনতে হেনা প্রথম পুরস্কার, তায়্যিবা আক্তার দ্বিতীয় পুরস্কার, ‌আরিফা আক্তার তৃতীয় পুরস্কার, সানজিদা জেরিন চতুর্থ পুরস্কার ও মাহমুদুল হাসান আকাশ পঞ্চম পুরস্কার লাভ করেন।

পাঠচক্র শেষে অনুষ্ঠিত হয় গান, আড্ডা ও চা-চক্র। গান পরিবেশন করেন আল মামুন ও নীলা হাসান।

বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাদমান আল সাকিব, জিহাদ হাসান, নাহিদ ফেরদৌস খান, মাহমুদুল হাসান আকাশ, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আফরিন জেরিন, সহ-সাংগঠনিক সম্পাদক সানবির আহমেদ সোহান, সহ- সাংগঠনিক সম্পাদক, আরিফুন্নাহার আরিফা, আইনবিষয়ক সম্পাদক মোছা. তায়্যিবা আক্তার, স্বাস্থ্য ও সহ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার নিলা, নারীবিষয়ক সম্পাদক আফিয়াত জয়া, কার্যকারী সদস্য মাইসারা সুলতানা মৈত্রী, নীরজনা বীনতে হেনা, আনিকা নাওয়াসহ সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।