ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা

মাদকাসক্তি বাংলাদেশে ক্রমবর্ধমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। দেশের সম্ভাবনাময় যুবসমাজ আজ মাদকাসক্তির কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।

মুখ থুবড়ে পড়ছে সামগ্রিক সম্ভাবনা। মাদকসেবীদের মধ্যে ৮০ শতাংশই যুবক।

একজন মাদকাসক্ত ব্যক্তি মাদকদ্রব্য সংগ্রহের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে থাকে। বর্তমানে মাদকদ্রব্যের ব্যবসা ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ থেকে পরিত্রাণ পেলে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছে। মাদকের এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বেশি জরুরি।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নওটিকা, কেশুরতা ও হোপ গ্রামের কিশোর ও যুবকদের মধ্যে আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদকবিরোধী প্রচারণা চালানো হয়। এতে মাদকাসক্তির কুফল ও প্রতিকার নিয়ে বিষদ আলোচনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, এই প্রজন্মকে মাদকমুক্ত করতে কিশোর ও যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এইজন্য সকল কিশোর ও যুবদের কঠোর ভূমিকা পালন করতে হবে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ড.বেলাল হোসেন বলেন, ‘মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থী, কিশোর-যুবদের সচেতন করানো হচ্ছে এ সচেতনতায় পরিবারের অন্যান্য সদস্যারাও শিখতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এই ধরণের আয়োজন একটি মহতী উদ্যোগ এবং এই আয়োজনকে স্বাগত জানাই। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘ ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ মন্ডল, প্রচার সম্পাদক আম্মার হোসেন, সাধারণ সদস্য আরমান হোসেন, হাবিবুর রহমান, শামীম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।