‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাকড়াই গ্রামে স্থানীয় শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ, সাবেক সভাপতি ফরহাদ হোসেন, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও অন্যরা।
শিশুদের হাতে ফুটবল পৌঁছে দেওয়ার মুহূর্তটি ছিল আনন্দময়।
কেউ খুশিতে লাফ দিয়েছে, কেউ আবার সঙ্গে সঙ্গেই খেলায় মেতে উঠেছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশাদ ইসলাম (১৩) বলেন, ‘এখন আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব। এতে শরীর ভালো থাকবে, পড়াশোনাতেও মনোযোগ বাড়বে। শুভসংঘকে ধন্যবাদ।
শুভসংঘ বীরগঞ্জ শাখার সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘শুধু খেলাধুলাই নয়, সমাজ উন্নয়ন ও মানবিক কাজেও তরুণদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ’
অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খেলাধুলায় উৎসাহ দিলে শিশু-কিশোররা মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে এবং শারীরিক-মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে।
এনডি