ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার করা হলো শহীদ মিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার করা হলো শহীদ মিনার

গাজীপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রাক্কালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা শহীদ মিনার থেকে ধূলিকণা, অযত্নের ছাপ মুছে দিয়েছেন।

রঙের তুলিতে আঁকা হয় এক নবজাগরণের প্রতিচ্ছবি।  

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানেন, শহীদ মিনার শুধু ইট-পাথরের স্থাপনা নয়-এ এক আত্মত্যাগের স্মারক, এক অমর বাণী। তাই তো যত্নের পরশে শহীদ মিনারকে নতুন করে সাজিয়ে তোলে তারা।  

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য অনিক মিয়া, জাহিদ মিয়াসহ অনেকে।  

বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহম্মেদ বলেন, ভাষা শহীদদের স্মরণে এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এ ছোট প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শহীদ মিনার পরিচ্ছন্ন রাখার এ প্রয়াস আগামী প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করবে।

বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া শাখার এমন উদ্যোগে সবার মধ্যে এক অন্য রকম উদ্দীপনা ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।