ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার আয়োজনে নৌকা ভ্রমণ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, আগস্ট ১৭, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার আয়োজনে নৌকা ভ্রমণ

মানুষের মন সবসময় নতুন কিছু দেখতে, জানতে ও উপভোগ করতে চায়। ভ্রমণ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে।

ভ্রমণের অনেক ধরন থাকলেও নৌকা ভ্রমণ বিশেষভাবে আকর্ষণীয়। নদীমাতৃক বাংলাদেশের মানুষ নৌকা ভ্রমণকে খুব আনন্দের সঙ্গে উপভোগ করে। শান্ত নদীর বুকে ভেসে চলা নৌকার স্নিগ্ধ যাত্রা মনকে প্রশান্ত করে তোলে। তাই বসুন্ধরা শুভসংঘ রবিবার (১৭ আগস্ট) সাভার উপজেলা শাখা বংশী নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে ।  

নৌকা ভ্রমণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক‌ মো. শফিকুল ইসলাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক কাসমেরী আক্তার আঁখি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মৎ কোহিনুর আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারিন আক্তার, দপ্তর সম্পাদক আনোয়ারুল হক ও অন্যান্য সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক‌ মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, ‘নৌকা ভ্রমণ মনকে সতেজ করে, জ্ঞান বাড়ায় এবং জীবনের একঘেয়েমি দূর করে। তাই বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ আয়োজন করা হয়। ’

নৌকা ভ্রমণে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেছেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সদস্যরা।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ