মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শমসেরনগরস্থ রহিম ম্যানশনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ নুরুল মোহাইমিন মিল্টন এবং সাংবাদিক জয়নাল আবেদীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খাঁন, সাংগঠনিক সম্পাদক সাদাত আদনান সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন খাঁন, কার্যকরী সদস্য আকাশ আহমেদসহ ব্যবসায়ী শাহাজান আহমেদ, শিক্ষার্থী ইমন আহমেদ, আল আমিন ও আহমেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সর্বগ্রাসী মরণনেশা মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বসুন্ধরা শুভসংঘ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া মাদকের বিরুদ্ধে প্রত্যেকে নিজ নিজ এলাকায় মানুষকে সচেতন করতে সংগঠনের সব সদস্যকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিবিবি/এএটি