ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুব হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
যুব হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপি

জাতীয় যুব হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-২ গোলে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে।

 

বিকেএসপির হয়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান। জোড়া গোল করেছেন সাদ্দাম খান ও একটি গোল করেছেন সাজেদুর রহমান।

তৃতীয় হয়েছে দিনাজপুর। তৃতীয় হলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক দিনাজপুর জেলার সাকিব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির রাকিবুল হাসান রকি ও ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা বিকেএসপির সাদ্দাম হোসেন।

আজ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে দুই, দেড় ও এক লাখ টাকা করে প্রাইজমানি তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

২৯ সেপ্টেম্বর জাতীয় যুব হকি শুরু হয়। ৫৭ টি দল নয়টি ভেন্যুতে অংশগ্রহণ করে। নয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।