ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সংবাদ সম্মেলন পেছালেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা চলছে: বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
সংবাদ সম্মেলন পেছালেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা চলছে: বাফুফে

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে দেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যেই বাংলাদেশে আসতে রাজি হয়েছে আর্জেন্টিনাএমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

মঙ্গলবার বাফুফে জানায় বুধবার (১৮ জানুয়ারি) আর্জেন্টিনা দল আসার বিষয়ে সংবাদ সম্মেলন হবে। তবে সেই সংবাদ সম্মেলেনের ঘণ্টা তিনেক আগে বাফুফে জানায় অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে সংবাদ সম্মেলন! 

পরে আবার জানায়, সংবাদ সম্মেলন পেছালেও আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা প্রক্রিয়াধীন আছে!

মঙ্গলবার হোয়াটসঅ্যাপ বার্তায় বাফুফে লিখেছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তিনতলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। ’

কিন্তু সাড়ে ১১টার দিকে হুট করেই সংবাদ সম্মেলন স্থগিত করে দেওয়ার বার্তা দেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

‘আজ দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ’

বাফুফের এই বার্তার নেপথ্যের কারণ জানতে ভবনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। অনুরোধ সত্ত্বেও এ বিষয়ে কথা বলতে গণমাধ্যমকর্মীদের সামনে আসেননি বাফুফে কর্মকর্তাদের কেউ। অফিসিয়ালদের মাধ্যমে শুধু জানানো হয়, এ ব্যাপারে কেউ কথা বলবেন না।

পরে হোয়াটসঅ্যাপ বার্তা দিয়েছে বাফুফে।  সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য। ’

দুপুর থেকে বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ভিড়। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসার বিষয়ে খবর জানানোর সংবাদ সম্মেলন স্থগিতের পরও কৌতূহলের শেষ নেই। সবার অপেক্ষা সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানা এবং পাঠককে জানানো, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা থাকলেন আড়ালে!

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।