ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

খেলা

টানা তিনবার ব্যালন ডি’অর জিতলেন আইতানা বোনমাতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, সেপ্টেম্বর ২৩, ২০২৫
টানা তিনবার ব্যালন ডি’অর জিতলেন আইতানা বোনমাতি

স্পেন ও বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি আবারও ইতিহাস গড়লেন। ২০২৫ সালের ব্যালন ডি’অর ফেমিনিন পুরস্কার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি টানা তিনবার এই সম্মান জিতে প্রথম নারী ফুটবলার হিসেবে রেকর্ড স্থাপন করলেন।

পুরস্কার ঘোষণার জমকালো আয়োজন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ মৌসুমে বোনমাতি বার্সেলোনা ও স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ইউরো ২০২৫-এ স্পেনের শিরোপা জয়ে তিনি মূল হাতিয়ার ছিলেন। ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দে লা রেইন শিরোপা জেতার ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।