ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মুক্তবিহঙ্গ ও ঊষার বড় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
মুক্তবিহঙ্গ ও ঊষার বড় জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে মুক্তবিহঙ্গ তরুণ সংঘ ও ঊষা ক্রীড়া চক্র। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় ঊষা ক্রীড়া চক্র।

ঊষার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ফরাশগঞ্জের খেলোয়াড়রা। অসীম গোপ, দেবাশীষ রায়দের কাছে ৫-০ গোলে হারে ফরাশগঞ্জ। ম্যাচে ঊষার হয়ে হাবিব হোসেন ও হুজাইফা জোড়া গোল করেন। এছাড়া ম্যাচের অপর গোলটি করেন তৈয়ব আলী।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে নেয় মুক্তবিহঙ্গ তরুণ সংঘ। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য থাকলেও শেষ দুই কোয়ার্টারে দারুণ খেলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়েন মুক্তবিহঙ্গের খেলোয়াড়রা।

ম্যাচের ৩২ মিনিটে প্রিন্সের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে গোলমুখ খোলে মুক্তবিহঙ্গ। এরপর দলটির হয়ে সাকিল জোড়া গোল করেন। ম্যাচের বাকি তিনটি গোল করেন সৌরব, মাসুম ও আসিফ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।