ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জার্মানি-স্পেনের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
জার্মানি-স্পেনের সহজ জয়

পরপর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যায়। আগামী বছর রয়েছে ইউরোর মতো বড় আসর।

তাই ঘরের মাটিতে ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন কোচ হান্সি ফ্লিক। সেই ধারাবাহিকতায় পালাবদলের শুরুটা দারুণ করেছে জার্মানি। ফিফা প্রীতি ম্যাচে গতকাল ২-০ গোলে হারিয়েছে পেরুকে। সহজ জয় পেয়েছে স্পেনও।  ইউরো বাছাইপর্বে নরওয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।  

নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে শুরুটা জয় দিয়ে করল স্পেন। এস্তাদিও লা রোসালেদায় ম্যাচের ১৩ মিনিটে তাদের এগিয়ে দেন দানি ওলমো। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে। বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু স্পেনের জমাট রক্ষণে চিড় ধরাতে পারেনি। বিশ্বকাপে তিকিতাকা স্টাইলে খেলা স্প্যানিশরা এদিন একদমই ভিন্ন খেলা উপহার দেয়। বল দখলের চেয়ে প্রতিপক্ষের আক্রমণেই বেশি মনোযোগ দেয় তারা।  

যার ফলে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মাথায় জোড়া গোল করেন অভিষিক্ত হোসেলু। বদলি হিসেবে নামার তিন মিনিটের মাথায়ই স্কোরশিটে নাম লেখান এই স্ট্রাইকার। ৮৩ মিনিটে ফাবিয়ান রুইসের ক্রস থেকে সুনিপুণ দক্ষতায় খুঁজে নেন জালের ঠিকানা। ৮৫ মিনিটে ফিরতি শটে আবারও ব্যবধান বাড়ান ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।  
গত ২৫ বছরে স্পেনের হয়ে অভিষেকে জোড়া গোল করার নজির আছে কেবল একজনেরই। ১৯৯৮ সালে সুইডেনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ফের্নান্দো মরিয়েন্তেস।

জোড়া গোল করেছেন নিকলাস ফুলক্রুগও। মেভা অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন তিনি। বিশ্বকাপে দল বাজে খেললেও দারুণ ছন্দে ছিলেন এই ফরোয়ার্ড। সেই ফর্ম ধরে রেখে ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মারিয়াস ভলফের দুর্দান্ত ক্রসে ফ্লিক করে পরাস্ত করেন পেরু গোলরক্ষককে।

আগামী ২৮ মার্চ প্রীতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে জার্মানি। অন্যদিকে ইউরো বাছাইপর্বে স্পেনের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad