ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

০.০২ সেকেন্ডের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
০.০২ সেকেন্ডের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

ক্যারিয়ারের সেরা টাইমিং করে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।

কিন্তু হলো না। ০.০২ সেকেন্ডের জন্য হতাশা নিয়ে ট্র্যাক ছাড়তে হলো তাকে।

সেমিফাইনালে উঠতে ইমরানুর সময় নিয়েছিলেন ১০.২৫ সেকেন্ড। তার এই টাইমিং সবার মনে আশা জাগিয়েছিল। কিন্তি আজ (১৪ জুলাই) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে নিজের সেরাটা দিতে পারলেন না লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। সেমিফাইনালে দৌড় শেষ করেছেন ১০.৪০ সেকেন্ডে। হয়েছেন পঞ্চম। অথচ আগের দিনের টাইমিংই নয়, তার চেয়ে একটু সময় বেশি নিলেও তিনি ফাইনালে উঠতে পারতেন।

অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, অষ্টম হয়ে যে ফাইনালে উঠেছেন তার টাইমিং ১০.৩৮ সেকেন্ড। মাত্র ০০.০২ সেকেন্ডের জন্য ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইমরানুরের।

৮০ মিটার পর্যন্ত ইমরানুর ভালো অবস্থানে ছিলেন। তারপর হঠাৎ ছন্দপতন হয়। তা না হলে তিনি নিজের হিটে এক বা দুইয়ের মধ্যে থেকেই দৌড় শেষ করতে পারতেন।

ইমরান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্সে আশার নাম। বছরের শুরুতে তিনি এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। তাই তাকে ঘিরেই দক্ষিণ এশিয়ায় ১০০ মিটারে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।