ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে আজ (বুধবার) চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ কাবাডি দল। ম্যাচে জয়ের বিকল্প ছিল না তুহিন তরফদারদের।

তবে ৩১-১৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে চাইনিজ তাইপে।  

আজ ম্যাচটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচে তাইপে জিতে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত করেছে।

পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, তাইপে ও জাপান। ভারত এই গ্রুপে শীর্ষস্থান অধিকার করবে সেটা অনুমেয়। তাইপে টানা তিন ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও তাইপের গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করতে কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ, থাইল্যান্ড ও জাপান তিন দলের মধ্যে কারোরই তিন ম্যাচ জয়ের আর সুযোগ নেই।  

পুরুষদের পদক হাতছাড়া করার দিন ছিল নারী দলের খেলাও। নারী দল আগের ম্যাচে নেপালের বিপক্ষে হেরেই পদক হাতছাড়া করেছে। আজ ইরানের বিপক্ষেও নাস্তানাবুদ হয়েছে তারা। ইরান যেখানে ৫২ পয়েন্ট নিয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র ১৫ পয়েন্ট নিতে সক্ষম হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।