ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

খেলা

গন অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটসাল টুর্নামেন্ট

স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, নভেম্বর ১৬, ২০২৪
স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত ‘স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপ’ ফুটসাল টুর্নামেন্ট শেষ হয়েছে আজ শনিবার। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি স্পোর্টস ফিল্ডে চার দিনব্যাপী হয়েছে এই টুর্নামেন্ট।

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে প্রাইভেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্পোর্টস।  

আসরের ফাইনালে ইউল্যাব ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। নির্ধারিত ৩০ মিনিটের খেলা ছিল গোলশূন্য সমতায়।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে এই আসরে অংশ নেয় ২৪টি দল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল, বিইউপির মতো স্বনামধন্য প্রতিষ্ঠান খেলেছে এই টুর্নামেন্টে। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ড্যাফোডিলের কিবরিয়া।

বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধন আরো বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন চান এই শিক্ষার্থী, ‘ভালো লাগছে এখানে খেলতে পেরে। সবাই অনেক উপভোগ করেছে। যারা খেলেছে তাদের অনেককেই সে সময় (জুলাই-আগস্ট অভ্যুত্থান) অনলাইন কিংবা অফলাইনে সক্রিয় ছিল। এবার তাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। আমার কাছে মনে হয়, এভাবে নিয়মিত টুর্নামেন্ট হলে আমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব বাড়বে। দেশের প্রয়োজনে যেকোনো সময় আমরা এক সঙ্গে ঝাঁপাতে পারব। ’

এই টুর্নামেন্টে নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজক কমিটির সদস্য জাকিয়া কবির জিহান, ‘সবাই অনেক উপভোগ করেছে এবং বলেছে খুব ভালো খেলা হয়েছে। আমাদের বলেছে যদি পরেরবার আয়োজন করে তাহলে আমরাও খেলব। আমরাও আয়োজন করতে চাই। ’ চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। রানার্স আপ দলকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি দলের অংশগ্রহণ ফি থেকে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজনের চিকিৎসার জন্য দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।