ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস/

খালি হাতেই ফিরছেন রোমানরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
খালি হাতেই ফিরছেন রোমানরা

এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরছেন বাংলাদেশের আর্চাররা। আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় হারে পদক জেতার আশা শেষ হয়েছে রোমান সানাদের।

 

রিকার্ভে ছেলেদের দলীয় খেলায় থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে ভারতের কাছে হেরে ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলতে হয়। কিন্তু ইন্দোনেশিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে পদক জেতার শেষ সুযোগটাও হাতছাড়া হলো বাংলাদেশ পুরুষ দলকে।  

দলীয় খেলার আগে এককেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের আর্চাররা। সবাই বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই মিশ্রতেও আসেনি সাফল্য। দলগত ইভেন্টে মেয়েরাও ফিরেছে শূন্য হাতে। বাকি ছিল ছেলেদের দলীয় ইভেন্ট। সেখানেও থাকতে হলো পদকহীন।

এর আগে কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে শুট অফে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের ছেলেরা। কিন্তু সেখানে হারতে হয় ৩-৫ ব্যবধানে। অন্যদিকে ইন্দোনেশিয়া সেমিফাইনালে ০-৬ ব্যবধানে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। কিন্তু ব্রোঞ্জের লড়াইয়ে সাফল্য পেল তারা।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।