ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জুজুৎসুর নিউটনের বিপক্ষে এনএসির তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
জুজুৎসুর নিউটনের বিপক্ষে এনএসির তদন্ত কমিটি

দুই জুজুৎসু খেলোয়াড় রুমি আক্তার ও রিক্তা খাতুন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুলু বিলকিস বানুকে আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসানকে সদস্য সচিব ও উপ পরিচালক (ঢাকা) সৈয়দা তসলিমা আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে আজ। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজই এই কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

কমিটি গঠন হওয়ার পরদিন আগামীকাল থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল প্রথমেই অভিযোগকারী দুই জুজুৎসু খেলোয়াড় রুমি আক্তার ও রিক্তা খাতুনকে তদন্ত কমিটি ডেকেছে। জাতীয় ক্রীড়া পরিষদে আগামীকাল তদন্ত কমিটি এই দুই জনের কাছ থেকে নানা বিষয় শুনবে। এরপর পর্যায় ক্রমে অভিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও আরও সংশ্লিষ্টদেরও জেরা করবে তদন্ত কমিটি।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।