ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

খেলা

তামিমের পর গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে ক্রীড়া উপদেষ্টাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, নভেম্বর ১৫, ২০২৪
তামিমের পর গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে ক্রীড়া উপদেষ্টাও

বাংলাদেশের দাবা অঙ্গনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মাস চারেক আগে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এরপর এক ধরনের আর্থিক সংকটে পড়ে যায় তার পরিবার। ছেলে তাহসিনকে নিয়ে বিপাকে পড়েন জিয়ার স্ত্রী লাবন্য রহমান।  

এ নিয়ে একটি টেলিভেশনে সংবাদ প্রচার হয়। জিয়ার স্ত্রী তার ছেলের চার মাসের বেতন দিতে পারছেন না আসে এমন খবরও। এরপর গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। এবার এই পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তাহসিনকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।  

এর আগে গতকাল তাহসিন তাজওয়ার ও তার মায়ের সঙ্গে কথা বলেছেন তামিম, সঙ্গে তাহসিনের হাতে পাঁচ লাখ টাকার চেকও তুলে দিয়েছেন। মিরপুরে সেই সাক্ষাৎ শেষে প্রয়াত জিয়ার স্ত্রী তাসমিন সুলতানার কণ্ঠে কৃতজ্ঞতা, ‘উনি আমার সঙ্গে কথা বললো, ও তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একটা খেলোয়াড় উনি। সবসময় আমরা তাকে পছন্দ করি। আমার ছেলের ব্যাপারে কথা বললো। বলে জিয়াকে সম্মান করলো। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে। ’

তামিমের এই সাহায্য কতটা কাজে আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে। ’

মিরপুরের ইনডোরে অনুশীলনের সময় জিয়ার স্ত্রীর হাতে চেক তুলে দেন তামিম। তখন তাহসিনের জন্যও বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। এসব ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন ফিদে মাস্টার তাহসিন।

তিনি বলেন, ‘উনি তো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিলো জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বললো দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে। ’

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘন্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।