হাঙ্গেরিতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আরও একবার নিজেদের টাইমিংয়ের উন্নতি করলেন সামিউল ইসলাম রাফি এবং যুথী আক্তার। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজেদের টাইমিংয়ের উন্নতি করেছিলেন এই দুই সাঁতারু।
আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি কমিয়েছেন ১.৭ সেকেন্ড। এই ইভেন্টে তার ২৬.৭৯ সেকেন্ড টাইমিং ছিল জাতীয় রেকর্ড। কয়েক দিন আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে রাফি এটা করেছিলেন। আজ হাঙ্গেরির বুদাপেস্টে করেছেন ২৫.০৯ সেকেন্ড।
রাফির মতো আজ জাতীয় রেকর্ড অতিক্রম করেছেন আরেক সাঁতারু যুথী আক্তার। ৫০ মিটার নারী ব্যাকস্ট্রোক ইভেন্টে এবার জাতীয় সাঁতারে ৩২.৭৪ টাইমিংয়ে রেকর্ড করেছিলেন। আজ বুদাপেস্টে যুথীর টাইমিং ছিল ৩১.৯৪ সেকেন্ড। দুজনই এই বিশ্বচ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে নিজেদের ব্যক্তিগত ও জাতীয় রেকর্ডের চেয়ে সময় কমিয়েছেন। এটা সুখবর হলেও বিশ্ব মানদণ্ডে অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশ। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ জনের মধ্যে যুথীর অবস্থান ৫০তম আর রাফি ৫৫ জনের মধ্যে ৪৮তম।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এআর/এএইচএস