কাবাডির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে স্টেডিয়ামজুড়ে পোস্টারিং ও মানববন্ধনের পর তদন্ত কমিটি গঠন করেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। যেখানে পরিচালক (অর্থ) সাইদুর রশিদকে তদন্তভার দেওয়া হয়েছিল।
মঙ্গলবার রীতিমতো চিঠি দিয়ে তদন্ত স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিত শব্দটি উল্লেখ থাকলেও তদন্ত কর্মকর্তা সাইদুর রশিদ এই তদন্ত বাতিল হয়েছে বলে জানান। তার কথায়, ‘আমরা সোহাগের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য সাক্ষিদের ডেকেছিলাম, কিন্তু উপরের নির্দেশে তা বাতিল করতে হয়েছে। ’
যদিও গত ১২ ডিসেম্বর গত সাত বছরে কাবাডিতে সোহাগের দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমানাদি উপস্থাপনের জন্য সংগঠক দেলোয়ার হোসেনকে চিঠি দিয়ে ডেকেছিলেন সাইদুর রশিদ। দেলোয়ার হোসেন বলেন, ‘জীবনে প্রথম দেখলাম, জাতীয় ক্রীড়া পরিষদের মতো সরকারি একটি প্রতিষ্ঠান দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েও তা স্থগিত বা বাতিল করল। এটা আমাদের ক্রীড়াঙ্গণের জন্য ন্যাক্কারজনক ঘটনা। দেশে এমন কোনো জাতীয় সমস্যা হয়নি যে, তদন্ত স্থগিত করতে হবে। এতে ফ্যাসিবাদ সরকারের কর্মী এবং একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে পুনর্বহাল করা হলো। ’
নিজেই সই করা চিঠিতে সাইদুর রশিদ বলেন, ‘বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মৌখিক/লিখিত বক্তব্য প্রদানের জন্য ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত বর্ণিত কার্যক্রম স্থগিত করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এআর/এমএইচএম