ঢাকা: শ্রীলঙ্কার কলোম্বয় অনুষ্ঠিত এএফসি প্রেসিডেন্ট কাপ খেলতে রোববার দেশ ছাড়ছে গত মৌসুমের ট্রেবল চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। ৭ মে থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে শেখ রাসেলের প্রথম প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ পাকিস্তানের কেয়ারেল ফুটবল ক্লাব।
৯ মে স্বাগতিক শ্রীলঙ্কার দল এয়ার ফোর্সের বিপক্ষে ও গ্রুপের শেষ ম্যাচ ভুটানের উগায়েন একাডেমির সঙ্গে তারা ম্যাচ খেলবে ১১ মে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।
এই টুর্নামেন্টের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলন করেছে শেখ রাসেল। ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ছাড়াও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও কোচ দ্রাগন দোকনোভিচ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সম্পর্কে কোচ দ্রাগন জানালেন,‘আমরা প্রতিপক্ষ সম্পর্কে বেশ কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সবাই শক্তিশালী দল। আমাদেরকে ভালো খেলতে হবে। দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এছাড়া বিদেশিদের ভালো করতে হবে। আশা করি খেলোয়াড়রা সেরাটা দিতে পারলে ভালো ফলাফল কঠিন হবে না। ’
শেখ রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বললেন,‘আমরা এখানে শুধু শেখ রাসেল এর মধ্যে সীমাবদ্ধ রাখছি না। পুরো ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানি ক্লাব সম্পর্কে আমার ধারণা রয়েছে। এএফসিতে আমার চারবার খেলার অভিজ্ঞতা রয়েছে। দলের সবাই ভালো করবে বলে আশা করি। আমরা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে চাই। ’
লিগে দলের অবস্থা ভালো নয়। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে ভালো খেলে সেই দুঃখ ঘোচাতে চান ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী,‘লিগে খুব একটা ভালো অবস্থানে নেই আমরা। গত আসরের সাফল্য সবারই জানা। আমাদের ভালো করার ইতিহাস রয়েছে। আমরা সব সময় চ্যাম্পিয়ন থাকতে চেয়েছি। আর এই জন্যই লিগের ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কায় এএফসি প্রেসিডেন্ট কাপে ভালো কিছু করে ঘুরে দাঁড়াতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ০৩ মে ২০১৪