বান্দরবান: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় ফুটবল লীগ’২০১৪ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ফুটবল লীগের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রমুখ।
![](files/October_2014/October_30/Sportsm1_banglanews24_342224758.jpg)
উদ্বোধনী খেলায় মধ্যম পাড়া একাদশ ৭-০ গোলে রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে । খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় মধ্যম পাড়া একাদশ। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করলে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মধ্যম পাড়া একাদশের পক্ষে হ্যাটট্রিক করেন হেলাল উদ্দীন।
এছাড়া অংথোয়াইচিং ২টি, জাফর ও জাহাঙ্গীর ১টি করে গোল করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মধ্যম পাড়া একাদশের হেলাল উদ্দীন।
![](files/October_2014/October_30/Sportsm_banglanews24_194728040.jpg)
শুক্রবার (৩১ অক্টোবর) প্রতিদ্বন্দ্বীতা করবে সম্প্রীতি বান্দরবান ফুটবল ক্লাব বনাম বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ একাদশ।
এ আসরে লীগ পদ্ধতিতে কেওক্রাডং ও তাজিংডং নামে দুটি গ্র“পে জেলার ১০টি দল অংশ নেয়। কেওক্রাডং গ্র“পে রয়েছে- রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, মধ্যম পাড়া একাদশ, বান্দরবান জেলা পুলিশ দল, আল আমিন ক্লাব, নাইক্ষংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
তাজিংডং গ্রুপে রয়েছে-সম্প্রীতি বান্দরবান ফুটবল ক্লাব,বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আর্মি পাড়া একাদশ, তাইদাং ক্লাব কালাঘাটা এবং লামা উপজেলা ক্রীড়া সংস্থা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৪