ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চেলসি। আর ২০১৪-১৫ মৌসুমে ব্লুজদেরই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে ২০১৪ সালে লিগের শেষ খেলায় শীর্ষে থাকা দু’দলই ড্র করেছে। চেলসি সাউদাম্পটনের ১-১ গোলে আর ম্যানসিটি বার্নলির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। তবে সে ম্যাচে যদি দু’দলের কোন দল জয় পেত তাহলে দারুণ চ্যালেঞ্জ তৈরী হত।
আর নতুন বছরে চেলসি আতিথিয়েতা নিবে স্পার্সের মাঠে পাশাপাশি সিটিজেনরা আমন্ত্রন জানাবে সান্ডারল্যান্ডকে। শিরোপা প্রত্যাশি দু’দলের সামনেই ম্যাচটি কঠিন হবে। কারণ কোন একটি দল হারলেই শিরোপা দৌড়ে পিছিয়ে যাবে।
চেলসির অভিজ্ঞ স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা এ ব্যাপারে বলেন, ‘আমি মনেকরি খেলাটি আমাদের জন্য কঠিন হবে। চেলসি প্রথমে টেবিলে আট-নয় পয়েন্টে এগিয়ে ছিল। তবে এখন মাত্র তিন পয়েন্ট এগিয়ে। ’
তিনি আরো বলেন, ‘আমরা জানি লিগ এখনও শেষ হয়নি। কয়েক বছর আগে আমরা লিগে ম্যানইউ থেকে ১১-১২ পয়েন্টে এগিয়ে ছিলাম। তবে শেষ পর্যন্ত তারাই শিরোপা জিতেছিল। তাই এখন থেকেই আমাদের আরো বেশি সংগঠিত হয়ে খেলতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪