ঢাকা: বিশ্বফুটবলে কে সেরা? বছর জুড়ে এ প্রশ্ন ঘুরপাক খেয়েছে ফুটবলের খোঁজ-খবর রাখেন যারা, তাদের মনের ভেতরে। কারো মতে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আবার কারো মতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বছরের সেরা ফুটবলার।
রোনালদো তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পিছনে ফেলে বছরের শেষ সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন।
ফেসবুকে রোনালদো প্রায় ১০ কোটি ৪২ লাখ ভক্ত নিয়ে ফুটবল তারকাদের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছেন। যেখানে মেসির ফেসবুক ভক্ত সংখ্যা প্রায় ৭ কোটি ৭০ লাখ।
বছরটা দারুণ কেটেছে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনালদোর। একমাত্র ব্রাজিল বিশ্বকাপ ছাড়া পুরো বছরটাই ফুরফুরে মেজাজে ছিলেন পর্তুগিজ অধিনায়ক। আর অসাধারণ পারফরমেন্সের পর ফিফার বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অরের চুড়ান্ত তালিকায় আছেন তিনি।
রোনালদোর পাওয়া অ্যাওয়ার্ড গুলোর মধ্যে রয়েছে উয়েফা বর্ষসেরা ফুটবলার, ইউরোপিয়ান গোল্ডেন ‘সু’ , লা লিগার সেরা ফুটবলার, লা লিগার সেরা স্ট্রাইকার, ডি স্টেফানো অ্যাওয়ার্ড, লা লিগা পিচিচি অ্যাওয়ার্ড, গোল ফিফটি অ্যাওয়ার্ড। তাছাড়া সর্বশেষ এবারের গ্লোব সকার পুরস্কার নিজের করে নিয়েছেন রোনালদো। এছাড়া বছর শেষের দিকে হয়েছেন লন্ডনের বিখ্যাত পত্রিকা ‘গার্ডিয়ান’ এর চোখে এ বছরের সেরা ফুটবলার।
১২ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। এখন দেখার বিষয় মাঠের বাইরে বছর শেষে জনপ্রিয়তায় রোনালদোর কাছে হেরে যাওয়া মেসি মাঠের পারফরমেন্সে নতুন বছরটি শুরু করতে পারেন কি না।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪