ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির বার্সায় থাকার নেপথ্যে টিটো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মেসির বার্সায় থাকার নেপথ্যে টিটো! লিওনেল মেসি

ঢাকা: বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভা মারা গেছেন ২০১৪ সালের এপ্রিলে। তবে, মারা গেলেও ক্লাবের জন্য অনন্য একটি কাজ করে গেছেন।

টিটোকে কথা দিয়েছেন বলেই নাকি লিওনেল মেসি বার্সা ছাড়েননি। এমনটাই দাবি করেছেন বার্সার সাবেক সহকারী কোচ হেঙ্ক টেন কেট।

কেট এক সাক্ষাৎকারে বলেন, ‘দু’বছর ধরেই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে তা আরো জোড়ালো হয়েছে। এ পরিস্থিতিতে মেসি ঠিকই ক্লাব ছাড়তো। কিন্তু, মৃত্যুশয্যায় থাকাকালীন সময়ে টিটোকে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই সে এখনো বার্সার হয়ে খেলছেন। ’

বার্সার সাবেক সহকারী কোচ আরো বলেন, ‘মেসি ক্লাব ছাড়লে যেকোন দলই তাকে পেতে চাইবে। আমার মতে, এখনই মেসির নতুন করে চ্যালেঞ্জ নেওয়ার সময়। এটা নিশ্চিত যে, মেসি আরো বেশ কয়েকটা বছর সেরাটা দিতে পারবে। ’

উল্লেখ্য, সম্প্রতি বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির দ্বন্দ্ব নিয়ে বিশ্বফুটবলে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এর পরেই গুঞ্জন উঠেছিল তাদের মধ্যে যেকোন একজন ক্লাব ছাড়ছেন। তবে, বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, মেসি অথবা এনরিক দু’জনের কেউই বার্সা ছাড়ছেন না।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।