ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রিয়ালের সহজ জয়

ঢাকা: লা লিগায় নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল আতিথ্য দেয় অপেক্ষাকৃত দুর্বল দল এসপানিওলকে।

অতিথিদের ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল তারা।

এর আগে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে টানা ২২ ম্যাচে জয়ের পর হেরে বসে রিয়াল। আর কোপা দেল রে’র ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পরাজয় মেনে নেয় রোনালদোরা। তবে, তার আগেই বছরের শুরুতে ক্লাব প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে হেরেছিল তারা। আর আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে আবারো হারানো আত্মবিশ্বাস ফিরে পেল স্প্যানিস জায়ান্টরা।

ম্যাচের শুরুতে আনচেলত্তি তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেটেই খেলাতে থাকেন। লস ব্লাঙ্কোসদের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ইকার ক্যাসিয়াস, পেপে, ভারানে, কোয়েন্ত্রাও, আরবেলোয়া, রদ্রিগেজ, টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।

খেলার দশম মিনিটে রিয়ালের ফরাসি স্ট্রাইকার বেনজেমা গোলের সম্ভাবনা জাগিয়ে তুললেও দুই মিনিট পরে গোল করেন বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। ম্যাচের ১২তম মিনিটে পর্তুগিজ তারকা রোনালদোর অ্যাসিস্টে গোলটি করেন রদ্রিগেজ। ফলে, স্বাগতিকরা ১-০ গোলের লিড নেয়।

খেলার ২৮ মিনিটের মাথায় রিয়ালের ব্যবধান দ্বিগুন করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। এসপানিওলের ডি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে বামপায়ের জোরালো শটে গোল করেন বেল। তার শটটি গোলবারের বামপাশে লেগে জালে জড়িয়ে যায়। এসপানিওলের গোলরক্ষক ক্যাসিয়াকে কোনো সুযোগই দেননি বল প্রতিহত করার।

বিরতির আগে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।

বিরতির পরে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় রিয়াল দশ জনের দলে পরিনত হয়। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ফ্যাবিও কোয়েন্ত্রাও। একই সঙ্গে হলুদ কার্ড দেখেন রোনালদো। পরের মিনিটে জেমস রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামেন নাচো ফার্নান্দেজ।

ম্যাচের ৭৬ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন নাচো। আরবেলোয়ার অ্যাসিস্ট থেকে গোলটি করেন নাচো। তবে, ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল দিতে না পারলে ৩-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ের ফলে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আনচেলত্তির রিয়াল।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।