ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হারের লজ্জা পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
হারের লজ্জা পেল পিএসজি সংগৃহীত

ঢাকা: লিগ ওয়ানে ২-০ গোলে এগিয়ে থেকেও বাসতাইয়ের কাছে শেষ পর্যন্ত ৪-২ গোলের বড় ব্যবধানে হারের লজ্জা পেল প্যারিস সেন্ট জার্মেই। বাসতাইয়ে ঘরের মাঠ স্তেদ আরমান্ড সেসারিতে এদিন আতিথিয়েতা নিতে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

আর এ ম্যাচে দলটির সামনে সুযোগ ছিল লিগের শীর্ষস্থানে যাবার। তবে হেরে এখন তাদের অবস্থান চারে।

এদিন খেলার ১০ মিনিটেই ইয়হান কাবায়ের পাস থেকে দলকে লিড এনে দেন লুকাস। কাবায়ের বাড়ানো বল থেকে হেডের মাধ্যমে দলকে এগিয়ে নেন এ ব্রাজিলিয়ান। এর দশ মিনিট পরেই দলের লিড দ্বিগুন করেন আদ্রিয়েন রাবিয়ট।

তবে খেলার ৩২ মিনিটে বাসতাই আক্রমণ চালালে ফাউল করে পিএজি ডিফেন্ডাররা। আর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে রায়াদ বোদেবোজ পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান কমান। এদিকে বিরতির শেষ মিনিটে স্বাগতিকদের হয়ে সমতা আনেন ফ্রান্সিসকো মোদেস্ত। প্রথম গোল করা বোদেবোজের পাস থেকেই গোলটি করেন তিনি। আর সমতায় থাকা অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আবারো জ্বলে ওঠে স্বাগতিকরা। খেলার ৫৬ মিনিটে জুলিয়ান পালমিরে দলের লিড নেন। আর খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকেন সেই পালমিরে।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।