ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো শীর্ষস্থান ফিরে পেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আবারো শীর্ষস্থান ফিরে পেল জুভেন্টাস

ঢাকা: সিরিআ লিগে নাপোলির সঙ্গে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস। আর হাইভোল্টেজ এ ম্যাচে জয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে লিগে আবারো নিজেদের শীর্ষস্থান ফিরে পেল দলটি।

কারণ লিগের অন্য ম্যাচে শীর্ষে থাকা রোমা লাজ্জিওর সঙ্গে ২-২ গোলে ড্র করায় এক নম্বরস্থান নিজেদের দখলে নেয় মাসিমিলিআনো আলিগ্রির শিষ্যরা।

এদিন নাপোলির ঘরের মাঠ স্তেদিও সান পাওলোতে আতিথিয়েতা নিতে আসে জুভিরা। আর ২০০০ সালের পর এ মাঠে কোন জয় না পাওয়া দলটি পল পগবার ২৯ মিনিটের অসাধারণ ভল্যিতে লিড পায়। পরে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারিরা।

বিরতি থেকে ফিরে নাপোলির হয়ে সমতা সূচক গোল করেন মিগুয়েল অ্যাঞ্জেল ব্রিটোস। ৬৪ মিনিটে ড্রিয়াস মার্টিনেসের পাস থেকে গোলটি করেন তিনি।

তবে এর পাঁচ মিনিট পরেই অভিজ্ঞ ফুটবলার আন্দ্রে পিরলোর পাস থেকে ২-১ এ জুভিদের হয়ে লিড নেন মার্টিন সাসেরেস। আর খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় মোরাতার অ্যাসিস্ট থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আরতুরো ভিদাল।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।