ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সা ছাড়ার গুঞ্জন মিথ্যা বলে জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বার্সা ছাড়ার গুঞ্জন মিথ্যা বলে জানালেন মেসি লিওনেল মেসি / ছবি: ফাইল ফটো

ঢাকা: বার্সেলোনার তারকা লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক মাস কম গুঞ্জন হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় আর্জেন্টাইন এ অধিনায়ক বার্সা ত্যাগ করছেন।

আর সর্বশেষ মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার কারণে কোচ লুইস এনরিকের সঙ্গে সম্পর্ক খারাপের জের ধরে এ ব্যাপারটি আরো জোড়ালো হয়। তবে এসব গুঞ্জনকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এ স্ট্রাইকার।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে মেসির ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসিতে যোগদানের ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় জোড়ালো ভাবে খবর প্রকাশ পায়। পাশাপাশি জানায়ায় কাতালান ক্লাবটির অভ্যন্তরের কোন্দলের কারণে দলটির স্পোর্টিং ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছে। আর দলের অস্থায়ী পরিচালকের পদে থাকা কার্লোস পুয়োলও এ কারণে ক্লাব ছেড়েছেন।

তবে চার বারের ব্যালন ডি‘অর জয়ী পরিস্কার জানিয়ে দিয়েছেন, তার সঙ্গে কোচ এনরিকের কোন খারাপ সম্পর্ক নেই। আর ক্লাবের দিকে মিডিয়ার খবরগুলো পুরোপুরি মিথ্যা।

মেসি বলেন, ‘আমার ক্লাব ছাড়ার কোন ইচ্ছাই নেই। আর এটি খুবই খারাপ কাজ যে, আমার ও এনরিকের মধ্যে বাজে সংবাদ প্রকাশ করা হয়েছে। কারণ এমন কোন কিছুই আমাদের মধ্যে হয়নি। ’

তিনি আরো বলেন, ‘আমাদের দলটি এখন আগের থেকে আরো বেশি মজবুত। তাদের আমাদের প্রতি এমন সংবাদ প্রকাশ করা উচিৎত হয়নি। আমরা শুধুমাত্র দলের হয়ে ভালো কিছু অর্জন করতে চাই। ’

২৭ বছরের এ তারকা আরো যোগ করেন, ‘ বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে আমার বাবা ম্যানসিটি ও চেলসি সঙ্গে কথা বলেছে। তবে ‍অমি বলতে চাই সংবাদটি পুরোপুরি মিথ্যা, মিথ্যা। ’

এদিকে গত রাতে বার্সা লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে। ম্যাচে একটি গোল আসে এ ক্ষুদে যাদুকরের পাঁ থেকে। আর আজ রাতেই জুরিখে জানানো হবে কে হতে যাচ্ছেন গত বছরের বর্ষসেরা ফুটবলার মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ম্যানুয়েল ন্যুয়ার।

এ ব্যাপারে মেসি বলেন, ‘যে যোগ্য তার হাতেই ব্যালন ডি‘অরের পুরস্কার উঠবে। এটি ক্রিস্টিয়ানোও পেতে পারে আবার ন্যুয়ারও পেতে পারে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।