ঢাকা: ফিফা ফিফপ্রো রিজার্ভ একাদশে জায়গা মিলেছে ব্রাজিল অধিনায়ক নেইমার, উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারজ আর পিএসজির তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। ফিফপ্রো’র বা বর্ষসেরাদের কাতারে থাকা এ ফুটবলারদের নিয়েই গড়া হয়েছে রিজার্ভ একাদশ।
২০১৪ সালের সেরা রিজার্ভ একাদশটি সাজানো হয়েছে একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার আর তিনজন ফরোয়ার্ডকে নিয়ে। ৬০ টি দেশের ২৩ হাজার ৩৮৩ ভোটের বিনিময়ে এ একাদশটি গঠন করা হয়েছে।
রিজার্ভ একাদশে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন চেলসির গোলরক্ষক থিবাইট কোউরতিস। আর তার সামনে খেলবেন বার্সেলোনার ব্রাজিল তারকা দানি আলভেজ, বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাট হ্যামেলস, বায়ার্নের আলাবা, রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা মার্সেলো।
মধ্যমাঠে থাকবেন বায়ার্নের জাবি অলোনসো, ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে, রিয়ালের লুকা মদ্রিচ। আর আক্রমনভাগের দায়িত্বে থাকবেন ব্রাজিল অধিনায়ক বার্সার নেইমার আর লিভারপুলের সাবেক তারকা উরুগুয়ের বার্সার স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে, নেইমার আর সুয়ারেজের মাঝে দায়িত্ব পালনে রাখা হয়েছে সুইডিশ তারকা পিএসজির গোল মেশিন জ্লাতান ইব্রাহিমোভিচকে।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫