ঢাকা: কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে হেরে শিরোপা লড়াই থেকে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আর এ হারের ফলে সমালোচনায় মেতে উঠেছে বিশ্বফুটবল। ফিফা ব্যালন ডি’অর জয়ী রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবের এ পরাজয়ে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তারপরও থেমে থাকেনি সমালোচনা।
এবার পর্তুগিজ তারকা এ উইঙ্গার জানিয়েছেন, তিনি অন্য কোনো গ্রহের ফুটবলার নন। রোনালদো বলেন, কেউ যদি আমাকে প্রতি ম্যাচেই স্কোর করতে বলে তাহলে আমি তাদের বলব, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্য কোনো গ্রহের ফুটবলার নই।
নিজের পারফরমেন্স সম্পর্কে বিশ্বসেরা এ ফুটবলার আরও বলেন, আমি সম্ভবত নিজের সঠিক অবস্থানে নেই। হাঁটুর সমস্যা আমাকে দীর্ঘদিন ভুগিয়েছে। তবে, আপাতত সেই সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি। তাই বলতে পারি খুব শিগগিরি নিজের সেরাটা ঢেলে দিতে পারবো।
আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনার লিওনেল মেসি আর জার্মানদের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে টপকে এবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো যোগ করেন, ব্যালন ডি অর আমার উপর কোনো প্রভাব ফেলেনি। আমি সব সময় রিয়ালকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। আমরা লা লিগায় এখনও শীর্ষেই রয়েছি। চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে রয়েছি। খুব শিগগিরি আমরা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারবো।
রিয়ালের প্রাণভোমরা মনে করেন, স্প্যানিস দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী। তবে, একটি শিরোপা হাতছাড়া হওয়া মানে পুরো মৌসুমের জন্য তা ক্ষতির কারণ হবে না বলে জানান রোনালদো।
** ক্ষমা চাইলেন রোনালদো
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫