ঢাকা: ২০১৫ সালটি হতে পারে শুধুই ফুটবলের। বছর জুড়েই জমজমাট সব আসরে মাঠে গড়াবে ফুটবল।
বাংলাদেশ ফুটবলের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
পেশাদার লিগ কমিটির বৈঠক শেষে এ সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, '১৫ ফেব্রয়ারি শুরু হচ্ছে ফেডারেশন কাপ। তিন সপ্তাহ ব্যাপি এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। টুর্নামেন্টটি চলবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর ১০ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পেশাদার লিগ। '
এবার মোট এগারটি দলের অংশ গ্রহণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হবে। পেশাদার লিগের তিনটি ভেন্যু হচ্ছে- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম(ঢাকা), শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম (গোপালগঞ্জ) ও শাহ এমএ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম)।
উল্লেখ্য, আসন্ন লিগে ফরাশগঞ্জ চাঁদপুরে ও বিজেএমসি নেত্রোকোনায় তাদের ভেন্যু করতে চেয়েছে। আর চ্যাম্পিয়ন্স লিগ ৫ দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হলেও এবার ৮টি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫