ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। ইংলিশ জায়ান্ট চেলসির সঙে মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চেলসি খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে। ২১ ম্যাচে ১৫টি জয়, চারটি ড্র আর মাত্র দুই ম্যাচে পরাজয় নিয়ে হোসে মরিনহোর চেলসি সংগ্রহ করেছে সর্বোচ্চ ৪৯ পয়েন্ট। এ মৌসুমে নিজেদের জালে ১৯টি গোল হজমের পাশে ইংলিশ ফেভারিটরা গোল করেছে ৪৯টি।

অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটির বিপক্ষে গেল পাঁচবারের দেখায় হারেনি চেলসি। ইংলিশ প্রিমিয়ারের প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে দিয়েগো কস্তার হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছিল হোসে মরিনহোর শিষ্যরা।

এদিকে, কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হবে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। লোফতাস রোড স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই নামবে ম্যানইউ। পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ফন গালের শিষ্যরা। ২১ ম্যাচে ১০ জয়ের বিপরীতে ওয়েইন রুনির দল ৪টি ম্যাচে হেরেছে। আর বাকি ৭ ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

অন্যদিকে রেলিগেশনের শঙ্কায় আছে কুইন্স পার্ক রেঞ্জার্স। ১৯৯২ সালের পর থেকে রেড ডেভিলসদের বিপক্ষে জয়ের দেখা পায়নি কুইন্স পার্ক রেঞ্জার্স।

দিনের অপর ম্যাচে লিভারপুল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে লিভারপুল। আর সমান ম্যাচে ১৩তম স্থান নিয়ে অ্যাস্টন ভিলার অর্জন ২২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।