ঢাকা: এ মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের হঠাৎই ছন্দপতন হতে দেখা গেছে। সেই সঙ্গে নতুন বছরের শুরুতেই হারতে হয়েছে দলটিকে।
কার্লো আনচেলত্তির শিষ্যরা খেলেছিল এসি মিলানের বিপক্ষে। যেখানে দুবাইয়ের প্রীতি ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের কাছে রিয়ালকে ৪-২ গোলে হেরে তিক্ত স্বাদ পেতে হয়েছিল।
এদিকে রিয়াল জানুয়ারিতে এখন পর্যন্ত চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ গ্রহন করেছে। এর মধ্যে দুটিতে হার, একটি জয় ও একটি ম্যাচ ড্র হয়। আর দশম চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির সবচেয়ে বড় অঘটন হচ্ছে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দুই লেগেই অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে আসর থেকে বিদায় নেয়া।
এদিকে রিয়ালের এটিই সবচেয়ে বাজে বছর শুরু করার রেকর্ড। এর আগে দলটি ১৯৯৮ সালে সবচেয়ে খারাপ শুরু করেছিল। সেবারও স্প্যানিস জায়ান্টরা নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে হার, একটি জয় ও একটি ম্যাচ ড্র করেছিল।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫