ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ঘরের মাঠে অঘটনের শিকার মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, জানুয়ারি ১৯, ২০১৫
ঘরের মাঠে অঘটনের শিকার মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগ সিরিআতে অঘটনের শিকার হলো এসি মিলান। এদিন ঘরের মাঠ সান সিরোতে দুর্বল আটলান্টার বিপক্ষে ১-০ গোলে হারে জায়ান্ট দলটি।

ম্যাচের একমাত্র গোলটি আসে জার্মান ডেনিসের পা থেকে।

আটলান্টার অধিনায়ক গত দুই মৌসুম আগে এ মাঠেই ইন্টার মিল‍ানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। আর সে ম্যাচে দলটি ৪-৩ গোলে জয় পেয়েছিল। তবে এদিন মিলানকে হারাতে শুধুমাত্র একটি গোলই যথেষ্ট ছিল। আর সেই সঙ্গে স্বাগতিকরা লিগে টানা চার ম্যাচ হারলো।

এদিন খেলার প্রথমার্ধ অনেকটা ধীর গতির ফুটবল খেলতে থাকে মিলান। আর এই সুযোগে সফরকারিরা আক্রমণ চালায়। আর খেলার ৩৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো মোরালেজের অ্যাসিস্ট থেকে দলের হয়ে জয় সূচক গোলটি করেন ডেনিস।

বিরতির পর খেলার বাকি সময় দু’দল আরো কয়েকটি প্রচেষ্টা চালালেও আর কোন গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মিলান।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ