ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশবাসীর কাছে দোয়া চাইলেন হকি অধিনায়ক

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
দেশবাসীর কাছে দোয়া চাইলেন হকি অধিনায়ক

সিঙ্গাপুরে চলছে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টায় পুল ‘বি’ তে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।

এর আগে একই গ্রুপের অন্য ম্যাচে সকাল ৭টায় মুখোমুখি হবে জাপান-মেক্সিকো। প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১-৫ গোলে পরাজিত কৃষ্ণ-জিমিরা দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
 
পোল্যান্ডের কাছে হারলে কঠিন হবে বাংলাদেশ হকি দলের সেমির স্বপ্ন। পোল্যান্ডের কাছে হারলেই গ্রুপে তৃতীয় হবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ আটের লড়াইয়ে ২২ জানুয়ারি ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে দেখা হবে বাংলাদেশের (দ্বিতীয় দলটি হবে ইউক্রেন বা ওমান)। সে ম্যাচে জিতলে বাংলাদেশ পা রাখবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। আর হারলে খেলবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, কোয়ার্টার ফাইনালের হারা চার দলের মধ্যে স্থান নির্ধারণী ম্যাচ ২৩ জানুয়ারি। আর ফাইনাল হবে ২৫ জানুয়ারি।

পোল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণ কুমার বলেন, ‘আগেরদিন আমরা পোল্যান্ড-মেক্সিকো খেলা দেখেছি। সোমবার আমরা হাল্কা অনুশীলন করেছি। গত ম্যাচে মেক্সিকোকে হারানোয় কোচ খুশি হয়েছেন। এখন আমরা সেমির স্বপ্ন দেখছি। এজন্য দেশবাসীর দোয়া চাচ্ছি। ’

র‌্যাঙ্কিংয়ে পোল্যান্ড (১৮) ১২ ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে, বাংলাদেশ ৩০। পুল ‘বি’তে ১ ম্যাচে জয় ও ১ ম্যাচে হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট, ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পোল্যান্ড শীর্ষে। চার দলের মধ্যে অবস্থান তৃতীয়। এর আগে বাংলাদেশ পোল্যান্ডের সঙ্গে সর্বশেষ খেলেছিল ১৯৯৬ বিশ্বকাপ হকির বাছাইপর্বে। সেবার বাংলাদেশ হেরেছিল ৪-২ গোলে। আজকের ম্যাচের রেজাল্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ দল পরবর্তী ধাপে কোন অবস্থানে খেলবে।

উল্লেখ্য, এ আসরে কখনই দ্বিতীয় পর্বের পেরুতে পারেনি বাংলাদেশ। এবার এ আসরের জন্য বাংলাদেশ দল সাভারের বিকেএসপিতে ৪৫ দিন অনুশীলন করেছে। এই পুলের অন্যান্য ম্যাচে পোল্যান্ড ৬-০ গোলে মেক্সিকোকে এবং ৩-২ গোলে জাপানকে হারায়। দেশবাসীর দোয়া চাইলেন হকি অধিনায়ক

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।