ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আফ্রিকান সেরা হতে চান তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আফ্রিকান সেরা হতে চান তোরে ইয়াইয়া তোরে

ঢাকা: ম্যানচেস্টার সিটি তারকা ইয়াইয়া তোরে খেলেন জাতীয় দল আইভরি কোস্টের হয়ে। ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ খেলা এ মিডফিল্ডার জানিয়েছেন, এবারের আফ্রিকান ন্যাশান কাপে তিনি জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চান।

আইভরি কোস্ট ১৯৯২ সালে প্রথম ও সর্বশেষ এ শিরোপা জিতেছিল।

দ্যা এলিফেন্ট নামে দলটি এবারের আসরে সবচেয়ে অভিজ্ঞ দল। যদিও দল থেকে সেরা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা অবসর নিয়েছেন। পাশাপাশি কালু তোরে, উইলফ্রেড বোনি ও গারভিনহোকেও দলে নেয়া হয়নি। তারপরও ইকুয়াটোরিয়াল গিনিতে অনুষ্ঠিত এ আসরে তোরের দলই ফেভারিট।

আর ম্যানসিটি তারকার আত্মবিশ্বাস গতবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে তারা কোয়ার্টার ফাইনালে হারাতে পারবে। ‘আমরা গত কয়েক আসরে শিরোপার জন্য দারুণ লড়েছি। তবে বঞ্চিত হয়েছি। আর এবার এ সুযোগ ‍আবারো এসেছে। আমি আশা করি আমাদের দীর্ঘদিনের অপেক্ষা কাটবে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের এবার এ শিরোপা জিততেই হবে। আর এর জন্য আমি প্রচুর পরিশ্রম করছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।