ঢাকা: বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের মধ্যে আন্দ্রেয়া পিরলোর নামটা উপরের সারিতেই থাকবে। জুভেন্টাসের এ ইতালিয়ান তারকা চ্যাম্পিয়নস লিগের স্বপ্নের একাদশের তালিকা প্রকাশ করেছেন।
পিরলো ক্যারিয়ারের লম্বা একটা সময় এসি মিলানের হয়ে কাটিয়েছিলেন। ২০০৩ ও ২০০৭ সালে মিলানের হয়ে দু’টি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এ ইতালিয়ান ফুটবলার। মিলান থেকে ২০১১ সালে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন পিরলো।
পিরলো তাঁর চ্যাম্পিয়নস লিগের স্বপ্নের একাদশে একজন গোলকিপার, চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন স্ট্রাইকার রেখেছেন। গোলকিপার হিসেবে আছেন স্বদেশী জিয়ানলুইজি বুফন।
জার্মানির ফিলিপ লাম, ব্রাজিলের কাফু ও দুই ইতালিয়ান ফুটবলার পাওলো মালদিনি এবং ফ্যাবিও ক্যানাভারো ডিফেন্স সামলাবেন ।
মধ্যমাঠ নিয়ন্ত্রন করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ তারকা পল স্কোলস, ইতালির জেন্নারো গাত্তুসো ও বার্সার স্প্যানিশ মিডফিল্ডার জাবি।
আক্রমনভাগে নেতৃত্ব দেবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিলিয়ান কাকা ও ইতালির কিংবদন্তি ফুটবলার ফিলিপো ইনজাগি।
উল্লেখ্য, পিরলোর স্বপ্নের একাদশের প্রায় সবাই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন। শুধুমাত্র বুফন ও ক্যানাভারো এর ব্যতিক্রম।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫