ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি শেষ মুহূর্তের গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে একধাপ এগিয়ে গেল কাতালান ক্লাবটি।



দশ দিন আগে বার্সা লা লিগায় অ্যাতলেটিকোর বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছিল। তবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দিয়েগো সিমিওনের শিষ্যরা দারূণ চাপে রেখেছিল দলটিকে। চাপে রাখারই কথা কারণ গত মৌসুমে যে লা রোজারা বার্সার কাছে ছয় ম্যাচের একটিতেও হারেনি।

এদিকে এদিন দু’দলই তাদের শুরুর একাদশে নিজেদের সেরা ফুটবলারদের মাঠে নামান। বার্সার শুরুর একাদশে ছিলেন মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তৰ, আলভেজ, পিকে ও রাকিটিচরা।

পাশাপাশি সিমিওনের একাদশে ছিলেন হুয়ানফ্রান, গোদিন, তোরেস, মিরান্ডা, গাবি, কোকে ও গ্রিজম্যানরা।

তবে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণের পরও খেলার প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় রেফারি বিরতির বাঁশি বাজায়।

বিরতি থেকে আবারো দু’দলের আক্রমণাত্বক ফুটবল প্রদর্শন। তবে এবারও গোল বঞ্চিত হচ্ছে স্ট্রাইকারা। এদিকে গোল না হওয়ায় দু’দলের ফুটবলাররা ফাউল করতে থাকে। খেলার ৭৮ মিনিটে লুইস সুয়ারেজ ও ৮০ মিনিটে জাভিয়ার মাশ্চেরানো বার্সার হয়ে হলুদ কার্ড পান।

আর অ্যাতলেটিকোর হয়ে ৮২ মিনিটে মিরান্ডা হলুদ কার্ড পান। তবে রেফারি ফ্রিকিকের বাঁশি বাজালে মেসি যান কিক করতে। কিন্তু আবারো বক্সের সামনে সফরকারি ফুটবলাররা বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি করতে যান আর্জেন্টাইন অধিনায়ক। খেলার ৮৫ মিনিটে কিকও করেন তবে গোলকিপার জান ওব্লাক তা সেভ করেও তা ধরে রাখতে পারেন নি। আর এই সুযোগে মেসি গোল করে দলের জয় সূচক স্কোর করেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।