ঢাকা: বিশ্বের ধনী ক্লাবের তালিকায় পিছিয়ে পড়লো বার্সেলোনা। কাতালান ক্লাবটি আর শীর্ষ তিনে থাকতে পারলো না।
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা দশ বছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে। বার্সার রাজস্ব আগের মৌসুম থেকে মাত্র দুই মিলিয়ন ইউরো বৃদ্ধি পেয়েছে। যার দরুণ তারা দুই থেকে চারে নেমে এসেছে। তালিকার তৃতীয় স্থানটি ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। তবে, চমক দেখিয়েছে লিভারপুল। অল রেডসরা দ্বাদশ থেকে নবম স্থানে উঠে এসেছে।
রাজস্ব আদায়ের দিক থেকে রিয়ালের সঙ্গে বার্সার পার্থক্য ৬৪.৯ মিলিয়ন ইউরো। লস ব্লাঙ্কসদের রাজস্ব যেখানে ৫৪৯.৫ মিলিয়ন ইউরো সেখানে কাতালানদের রাজস্ব ৪৮৪.৬ মিলিয়ন ইউরো। ২০১২-১৩ মৌসুমের তুলনায় রিয়ালের ছয় শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এ মৌসুমে তা আরো বাড়তে পারে।
উপরে উল্লেখিত ছবির ব্র্যাকেটের অংশটি (সিরিয়াল নাম্বার ও অর্থের অঙ্ক) ২০১২-১৩ মৌসুমের পরিসংখ্যান।
বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৫