ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গলফ শুধু বয়স্কদের খেলা নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গলফ শুধু বয়স্কদের খেলা নয়

ঢাকা: পঁয়ত্রিশতম আমেরিকান কাপ গলফ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের পর্দা উঠলো কুর্মিটোলা গলফ ক্লাবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারি।


 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার (লজিস্টিক এরিয়া) মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
 
কুর্মিটোলা গফল ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) সরদার হাসান কবির, আয়োজক শেভরন বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও আমেরিকান কাপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কেভিন লায়নও চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
শেভরন বাংলাদেশ’র আয়োজনে টুর্নামেন্টটি শুরু হয়েছে বুধবার (২১ জানুয়ারি)। এতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন পেশা ও বয়সের  ৫৮৩ জন গলফার।

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ডনিউ কার।
 
শেভরন বাংলাদেশ’র ডিরেক্টর (এক্সটার্ন অ্যাফেয়ার্স) নাসের আহমেদ বলেন, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট। নতুন প্রজন্মের মাঝে গফল ছড়িয়ে দিতে আমাদের এ প্রয়াস। তবে উৎসাহের বিষয় এই, নতুন প্রজন্ম এর দিকে এগিয়ে আসছে।
 
তিনি বলেন, আরো বেশি গলফার তৈরিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। টুর্নামেন্ট ছাড়াও নতুন গলফারদের সহযোগিতার সুযোগ রয়েছে।

নাসের আহমেদ আরো বলেন, বাংলাদেশে প্রতি বছরই গলফের অগ্রগতি হচ্ছে। দেশব্যাপী গলফের প্রসার আরো বাড়াতে চায় শেভরন।
 
ক্ষুদে খেলোয়াড় রিফাত আরা মালিহা বলেন, অনেকে মনে করেন গলফ বয়স্কদের খেলা। মূলত এটি সবার খেলা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।