ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের বড় সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় তৎকালীন কোচ লুইস ফেলিপ স্কলারি ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে বরখাস্ত হয়েছিলেন। বর্তমানে তার দিনকাল ভালো যাচ্ছে না বলেই ধরে নেওয়া যায়।
৬৬ বছর বয়সী স্কলারির ক্রেডিট কার্ড আর চেক বই খোয়া গেছে বলে ব্রাজিলিয়ান একটি ওয়েব পোর্টাল সংবাদ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
ব্রাজিল বিশ্বকাপে দারুণ ভাবে শুরু করা স্কলারির শিষ্যদের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জা পেতে হয়। এরপর তার দলটিই বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলেও হেরে বসে স্কলারির দল। এরপরই তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।
সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়, সাউদার্ন সিটির পোর্তো আলেগ্রিতে স্কলারি তার গাড়ি রেখে বাইরে যান। এ সময় কে বা কারা তার গাড়ি থেকে চেক বই ও ক্রেডিট কার্ড চুরি করে নিয়ে যায়।
ব্রাজিল জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর স্কলারি গত জুলাইয়ে পোর্তো আলেগ্রির একটি ফুটবল ক্লাবের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন। এ মৌসুমে তার অধীনে দলটি পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫