ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোচের তালিকায় শীর্ষে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
কোচের তালিকায় শীর্ষে আনচেলত্তি কার্লো আনচেলত্তি

ঢাকা: গত বছরের সেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। আর শীর্ষস্থানটি ছিনিয়ে নিতে আনচেলত্তি অ্যাতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওন আর বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলাকে টপকে গেছেন।



ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক ফেডারেশন (আইএফএফএইচএস) ২০১৪ সালের বর্ষসেরা কোচের নাম ঘোষণা করেছে। সেখানে আনচেলত্তি টপকে গেছেন চেলসির কোচ হোসে মরিনহোকেও।

তবে, এবারই প্রথমবারের মতো এ পুরস্কারের জন্য আনচেলত্তির নাম ঘোষিত হয়নি। এর আগে ২০০৭ সালেও তিনি এ পুরস্কার পান। সেবার রিয়ালের বর্তমান এ কোচ এসি মিলানের দায়িত্বে ছিলেন।

১৬৯ ভোট পেয়ে আনচেলত্তি শীর্ষস্থান দখল করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিমিওন পেয়েছেন ১৩৯ ভোট। চেলসির প্রধান কোচ মরিনহো পেয়েছেন মাত্র ১৫ ভোট। তালিকায় তিনি চার নম্বরে অবস্থান করছেন। আর তৃতীয় স্থানে থাকা গার্দিওলা পেয়েছেন ৭৬ ভোট।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।