ঢাকা: ফুটবল খেলা দেখতে গিয়ে গ্রেনেড হামলায় তিনজন ফুটবল সমর্থক মারা গিয়েছেন। এ ঘটনা ঘটেছে গিনির রাজধানী কোনাকরেতে।
গিনির পুলিশ কর্মকর্তারা তিনজন ফুটবল সমর্থকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, তিনজন ঘটনাস্থলেই মারা গেলে অপর একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
উদ্বোধনী এ ম্যাচে স্বাগতিক গিনি মুখোমুখি হয়েছিল আইভোরি কোস্টের বিপক্ষে। ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে, খেলা শুরুর আগে এ ঘটনা ঘটলেও ফুটবলাররা তা জেনেছেন আরও পরে।
এ প্রসঙ্গে গিনির অধিনায়ক কামিল জায়াত্তে বলেন, আমরা ম্যাচ শেষে এ দুঃসংবাদ শুনেছি। এটা খুবই ভয়াবহ একটি ঘটনা, যা প্রত্যাশিত নয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫