ঢাকা: আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ছয়জন বিদেশি রেফারি খেলা পরিচালনা করবেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদেশি রেফারিরা হলেন: কাতারের খামিস মোহাম্মদ এসএ আল-মারী, ইরানের বনিয়াদিফর্দ মৌদ আব্বাসালি, চাইনিজ তাইপের ইউ মিং-সুন। বিদেশি বাকিরা সহকারী রেফারি। তারা হলেন: কাতারের আল-শামারি ইউসুফ আরিফ, চাইনিজ তাইপের সু মিন-ইউ ও ইরানের মনসুরি মোহাম্মদ রেজা।
বাংলাদেশি রেফারিরা হলেন: তৈয়ব হাসান শামসুজ্জামান, মিজানুর রহমান, জালাল উদ্দিন ও জসীম উদ্দিন (রিজার্ভ রেফারি)। বাকিরা সহকারী রেফারি। তারা হলেন: ফেরদৌস আহমেদ, মনির আহমেদ ঢালী, নুরুজ্জামান ও এমজেএফ নাহিদ (রিজার্ভ সহকারী রেফারি)।
এছাড়া বাংলাদেশের মনিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন ম্যাচ কমিশনার হিসেবে। অপর ম্যাচ কমিশনার হলেন ভারতের কর্নেল (অব.) গৌতম কর।
এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। দুটি দেশই তাদের অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে।
বাংলাদেশ সময় : ০৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫