ঢাকা: রাফায়েল, অ্যান্ডারসনের পর এবার ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেডে দেখা যেতে পারে আরেক ব্রাজিলিয়ানকে। গত বিশ্বকাপের আয়োজক দেশটির সেন্টার-ব্যাক মারকুইনহোসকে নিজের দলে ভেড়াতে চলেছেন ম্যানইউ কোচ লুইস ফন গাল।
ব্রাজিলের ২০ বছর বয়সী এ উঠতি তারকার এজেন্ট গিয়োলিয়ানো বার্তোলুচি বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলা মারকুইনহোস ক্লাব পর্যায়ে খেলেছেন ব্রাজিল তারকা থিয়াগো সিলভা আর ডেভিড লুইজদের সাথে। এবার ফরাসী জায়ান্টদের ছেড়ে ইংলিশ প্রিমিয়ারে পাড়ি জমাতে চলেছেন এ ব্রাজিলিয়ান।
মারকুইনহোসের এজেন্ট জানিয়েছেন, বেশ কিছু ক্লাব মারকুইনহোসের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে, ম্যানইউয়ের প্রস্তাবে আমরা সাড়া দেবো বলে ঠিক করেছি। মারকুইনহোসও চায় ফন গালের অধীনে খেলতে।
তিনি আরও যোগ করেন, মারকুইনহোস রোমা আর ব্রাজিল জাতীয় দলের হয়ে রাইট-ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন। তাই যে কোনো পজিশনেই সে ম্যানইউতে খেলতে রাজি হয়েছে। সে থিয়াগো সিলভা আর ডেভিড লুইজের মতোই বিশ্বসেরা ফুটবলার।
মারকুইনহোস রোমার হয়ে খেলেছেন ২৬টি ম্যাচ আর পিএসজির হয়ে মাঠে নেমেছেন ২৮ ম্যাচে। ব্রাজিল জাতীয় দলের নতুন এ তারকা দেশের জার্সি গায়ে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫